সংশোধনাগারের আবাসিকরাও স্বাস্থ‍্য সাথী র আওতায় : তুলে দেওয়া হল কার্ড

11th December 2020 2:52 pm বাঁকুড়া
সংশোধনাগারের আবাসিকরাও স্বাস্থ‍্য সাথী র আওতায় : তুলে দেওয়া হল কার্ড


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) :   বন্দিদের হাতেও এবার রাজ্য সরকারের 'স্বাস্থ্য সাথী'র কার্ড তুলে দিলেন বাঁকুড়ার বিষ্ণুপুর উপ-সংশোধনাগার কর্তৃপক্ষ। শুক্রবার রাজ্যের এক দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষকের উপস্থিতিতে তাদের হাতে এই কার্ড তুলে দেওয়া হয়। বিষ্ণুপুর উপ-সংশোধনাগার কর্তৃপক্ষের তরফে পাওয়া খবর অনুযায়ী, এই মুহূর্তে ৬৮ জন বন্দী এখানে রয়েছেন। তাদের মধ্যে ৬২ জন পুরুষ ও ১ জন শিশু সহ ৬ জন মহিলা বন্দি রয়েছেন। এদের মধ্যে ১৬ জন স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতাভূক্ত হয়েছেন। এদিন এই খবর জানিয়ে বিষ্ণুপুর উপ-সংশোধনাগারের সহকারী কন্ট্রোলার বিশ্বজিৎ পাল বলেন, ৬৮ জন বন্দির মধ্যে ১৬ জনের নাম স্বাস্থ্য সাথী প্রকল্পের জন্য নথিভূক্ত করা হয়েছিল। পরে ৮ জন আগেই পরিবার সূত্রে এই প্রকল্পের সঙ্গে যুক্ত রয়েছেন। বাকি ৮ জনের হাতে এদিন স্বাস্থ্য সাথীর কার্ড তুলে দেওয়া হয়। ইতিমধ্যে নতুন করে আরো ১৬ জনের প্রয়োজনীয় কাগজপত্র সহ আবেদন করা হয়েছে। একই সঙ্গে পর্যায়ক্রমে অন্যান্য সব বন্দিদের এই প্রকল্পের আওতাভূক্ত করা হবে বলে তিনি জানান।





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : তোপধ্বনি তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।